“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

জড় বৃক্ষের বিস্ময়

।। আবু আশফাক্ব চৌধুরী।। 
(C)Image:ছবি










দীর পাড় ভাঙা শব্দের আড়ালে করতালি
দাঁড়িয়ে আছি জড় বৃক্ষের মতো বিমুগ্ধ বিস্ময়ে
কথা ছিল চর বেঁধে দেবে নিটোল শৈল্পিক তুমি
লাস্যময় অবধূত চিত্রাঙ্কনে ব্যতিব্যস্ত উদ্বিগ্ন সময়ে...
কেন এমন হয় ধ্বস্ত মানবতার কদরূপ দর্শনে
চিৎকারবিহীন কন্ঠগুলো সারি বেধে চেয়ে থাকে উন্মুখ
কোন প্রতাপের বশে হাত পা বাঁধা সমর্পণে
জাগরূক বিবেকগুলো যেচে যায় দুর্বার জাগতিক মুখ?

কোন মন্তব্য নেই: