“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

জানকিবাজারে খানকাহে জমায়েত ধর্মপ্রাণ মুসলিমরা;
আল্লাহকে পেতে হলে তারই সৃষ্টি জীব মানুষকে ভালবাসতে হবে: তৈয়ীবুর রহমান )


















।। এম রিয়াজুল আজহার লস্কর।।

@
জানকীবাজার খানকাহ হলো, মানুষ খোদার গানে।
মানবতার বাণী ছড়ান তৈয়ীবুর রহমানে।।

বলেন তিনি, বাড়ছে আজ যে হিংসা বিদ্বেষ বিশ্বে।
পাষাণ হৃদয় হচ্ছে লোকের কাঁদছে দুঃখী নিঃস্বে।।
বলেন তিনি, বাড়ছে হানা রক্তে ভুবন ভাসে।
হারাচ্ছে পথ মানুষ এখন দুঃখ ফলে আসে।।

বলেন তিনি, বাঁচতে হবে হৃদয় করে উদার।
সৃষ্টি ভালো বাসতে হবে, সৃষ্টি সবই খোদার।
বলেন তিনি, শিক্ষা আলো, সবাই যাতে পড়ে।
সত্য সঠিক পথে মানুষ তুলতে হবে গড়ে।।

খানকাহেতে ধর্মপ্রাণ সব মানুষ ছিলো জড়ো।
বিশ্ব শান্তির জন্যে এদিন দোয়া হলো বড়ো।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ” )
২১/১১/২০১৭


কোন মন্তব্য নেই: