“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( কাছাড় জেলায় ১.৭৫ লক্ষ এনআরসির নথিতে গরমিল,
শিলচরে ছুটে এসে ভেরিফিকেশন নিয়ে অভয় দিলেন আরজিআই )
(C)Image:ছবি

  










।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
@
নআরসিতে শঙ্কা হরেক মানুষ কাঁপে ভয়ে।
হিংসা রুখতে আসছে পুলিশ বাঘের মত হয়ে।।
কাছাড় জেলায় নথিপত্রে অমিল নাকি বড়ো।
বৈঠকে তাই এসপি ডিসি সবাই হলো জড়ো।।

শিলচরেতে আরজিআই যে নামেন উড়ে এসে।
সার্কিট হাউসে মিটিং হলো অভয় দিলেন শেষে।।
কেরেপুর দল আনাচ্ছেন যে বাতাস পেয়ে বোধ।
নথি সব ফের হচ্ছে দেখা বলেন তিনি খোদ।।

হপ্তা পরেই এনআরসির লোক যাচ্ছে বাড়ি বাড়ি।
অমিল নথির সমাধানটা হচ্ছে তাড়াতাড়ি।।
এনআরসির সব কেন্দ্রের মধ্যে থাকবে পুলিশ বল।
হিংসা হানা করলে বা কেউ ভুগতে হবে ফল।।

শান্তি নীতি বজায় রেখো বলেন তিনি শোনো,
উঠছে নামটি ভারতীয়র শঙ্কাটি নেই কোনো।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ”)
২৫/১১/২০১৭


কোন মন্তব্য নেই: