“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

শীতলক্ষ্যা

।। দেবশ্রিতা চৌধুরী।।

(C)Image:ছবি
















শীতলক্ষ্যা অদেখা প্রিয় তুমি
বিরহী কবির ছোঁয়া অনুভবে ....
জন্মভূমির বিরহের আগুনে জ্বলে
যাওয়া যার,তুমি যেন এক মধুর নারী
কচুরিপানার ফুলের রঙের গাত্রবর্ণ
টানা ডাগর চোখে শান্তশ্রী,একঢাল 

কালোচুলে তার পৃথিবীর সন্ধ্যা ঘনায়
নয়তো চরাচর আঁধারে ঢেকে বৃষ্টি
ফোঁটার প্রথম বিন্দুটি যেমন মাটিকে
ভালোবেসে সোঁদা গন্ধে ভরে দেয়
তেমন মাতাল মাতলামি।
কার্যকারণ না বুঝেই জানি শ্যামলা নারী
শীতল হয়,স্পর্শে একদণ্ড শান্তিতে
ভরে দেয় তাপিত প্রাণ
দেখা হয়নি হয়তো হবেনা কোনদিন
স্বপ্নে দেখেছি বহুবার
তবুও শীতলক্ষ্যা বন্ধুর হাতে হাত রেখে
রেখে যাই একটুকরো পরিযায়ী দাগ।

কোন মন্তব্য নেই: