“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

শীত এসেছে


        ।।       রফিক উদ্দিন লস্কর     ।।

(C)Image:ছবি










শীত এসেছে ভাই ওরে.. লাগলো কাঁপন গায়,
সোনার মাঠে হিমেল হাওয়া গান গাহিয়া যায়।
শীত এলো হিম-কুয়াশা আর সাদা চাদর নিয়ে,
এবার শীতের বুড়ি যাবে বাড়ি হামাগুড়ি দিয়ে।
খেজুর গাছে রসের হাড়ি ঝুলছে সারি সারি,
এই রসেতে বনবে পিঠা , নয়কো বেশি দেরি।
 
খেজুর গুড়ে ভাপা পিঠা ,তুলনা নেই জানি,
শীতের দিনে মজা নিতে জিভে আসে পানি।
গ্রামগুলোতে শীতের দিনে মিলে অনেক সাড়া,
চলবে মেলা যাত্রাপালা, সেজে উঠছে পাড়া।
 
আলসেমিতে শীতসকালে চায়না কাটতে ঘুম,
মিষ্টি রোদ তাই সকালবেলা দেয় কপালে চুম।
সকালবেলা রোদের পরশ শীতকে তাড়ালো,
শিশিরভেজা শীতের সকাল লাগে তাই ভালো।
শীতের সন্ধ্যায় বেরিয়ে পড়ি গায়ে দিয়ে চাদর,
সবাই বসি জটলা করি নেই আগুনের আদর।
.........

২৮/১২/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: