“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

হতে পারতো

হতে পারতো
.
ভেতর ঘটনা সব কাহিনী হতে পারতো
.
অচেনা ঢেউ আসে
মুছে যায় পায়ের চিহ্ন সব।
.
একঢালু সমতল শরীর শুয়ে থাকে
ফাঁকা বুক, বিস্মৃতির কাঁকর জাগে,
ফিরে যায় জল।
.
ফিরে আসবে বলে হয়তো
চেয়ে থাকি
নতুন পা হেঁটে যায়,
মুহূর্ত সাজে এবং আবার ঢেউ,
আবার...
.
আমার মুহূর্তগুলো খুঁজি
ভেসে ওঠে অগণিত লাশ,
যদিও ঘটনা সব কাহিনী হতে পারতো...
.................
অভীক কুমার দে

কোন মন্তব্য নেই: