“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

মুখোশরাজ























।। সিক্তা বিশ্বাস।।

হে ভারত ,কোথায় তোমার ধৰ্ম ও বর্ম !?
কি করে বিনাশিবে চূড়ান্ত অধর্ম !
এ কোন অসুরের দাপট  আজ !
করছে বেদম উদ্দাম  রাজ !
ছোট্ট শিশুদের নিরাপত্তার স্বরাজ---
ঘুঁটছে গলা  চাপছে  আওয়াজ !
হামলে ফেলছে  সমাজের মাথায় বাজ !
ছিল যে ,শক্তিসঞ্চার সনাতনী আশ ,
আজ যে শক্তির অঙ্কুরেই  বিনাশ !
সুস্থ সমাজের গলায়  ফাঁস !
কোথায় ধৰ্ম ,শিক্ষা , সংস্কার ও প্রসার  !?
গ্রাসিছে সবই কেবল ঘোর অন্ধকার !
আজ যে শিক্ষার প্রসার
কেবলই সুযোগী ব্যবহার  !
ধাপে  ধাপে প্রসার কঠিন থাবার !
অসুস্থ মনোবৃত্তির  পরিচয় বর্বরতার !
কে বা রুখে !? কে দেয় আওয়াজ !?
সভ্যতা আজ কেবলই মুখোশরাজ !
ধ্বিক সংস্কৃতি ! ও তোমার সভ্যতার তাজ  !
হে ভারত ,ওঠো জাগো !অলস নিদ্রা ত্যাগ ! দুষ্টেরে বিনাশ: ! শক্তিরে সঞ্চার : !


##  ঝোড়োমেঘ ##
#  করাঘাত সংকলন # 
   3-12-17  ইং ,
     শিলং l

কোন মন্তব্য নেই: