“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

নীরব দর্শক

                   
 ।। রফিক উদ্দিন লস্কর  ।।

(C)Image:ছবি
















খোলা চোখ দাঁড়িয়ে দেখি নীরব দর্শকরূপে
তুমি, আমি, সে বা অন্যকেহ।
দাবানল, সাইক্লোন তছনছ করে দেয় সব
ঘরের কোণে লুকিয়ে আছি।
কুয়াশায় ঢাকা রাজপথ ঠাহর করতে পারিনি
মনে হয় এ অমানিশার ঘোর।
ভীতসন্ত্রস্ত আমি শুধু এই ভেবে যাই
 
আসবে কি প্রভাত? হবে কি ভোর?
কাঁদছে হত দরিদ্র, নিরাপত্তার বড়ই অভাব
 
অসহায়, ক্ষমতাহীন শতেক পরিবার।
খুন -গুম, ধর্ষণ, ছিনতাই নিত্য বাড়ছে পাপাচার।
আজ ধর্ষণ দেখি দর্শক হয়ে নীরব ভূমিকা,
খুন হব না হয় আমাকে জ্যান্ত জ্বালিয়ে দেবে।
প্রতিবাদ করতে যাইনা আমি...
যদিও সে আমার মা -ভাই, বোন কিংবা বাবা।
ওরা তো খেটে খাওয়া মজুর কিংবা চাষা,
পরগাছা তাতে আমার কী যায় আসে।
 
স্বাধীন এ দেশ, এ ভূখণ্ডের লজ্জা কী আর!
তাই চোখ বুজে চলে যাই স্বাধীনতা নিয়ে।
আজ খোলাপথেও চলতে সংকোচ করি,
ওরা ঘটাবে কি সর্বনাশ আমার?


০৯/১২/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: