“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

ইদানিং

।। অভীক কুমার দে।।


(C)Image:ছবি










ক্ত পলাশের কাছে শুনেছি--
পাখিরা বসন্ত চেনে
রঙের সাথে রঙ মিলিয়ে
চোখের খবর মনের কোণায়
মনের ঘরে সুখ।
এই পাখিটা বুঝলো কই !
চতুর- দিকে মেরু জেনে
সঙের সাথে সং বিলিয়ে
বরফঘরে গল্প শোনায়
পেঙ্গুইনের দুখ।
........................

কোন মন্তব্য নেই: