“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

আজকের দুঃশাসন










।। সিক্তা বিশ্বাস।।

কোন সুবাদে হায়েনাগুলো  
ঘুরছে অবাধে শিক্ষা-সংস্কারে
  !?
মুখোশ পড়ে বিদ্যার আড়ে
হামলে পড়ে শিশুর 'পরে !
শিশুর
  তরে কামাতুর চোখ !
কী করে এই সমাজ ছাড়ে !
তোরা যে পিশাচ ! নরাধম অতি !
কী করে রয় তোদের মাথা ধরে !
বিবস্ত্র করে দ্রৌপদীরে
  যদি 
দুঃশাসন হয়েছিল মহাপাতক !
তোদের যে আর ও বেড়েছে
  বাড় !
মানছে দুঃশাসন
  ও আজ তোদের কাছে হার !
বিচারে যদি দুঃশাসনের রায় মহাপাতক !
তোদের তরে রক্তে লেখা হোক --
নামটি কেবলই -- ' নরঘাতক ' !


##করাঘাত সংকলন ##
    4 -12-17  ইং ,
  শিলং l


কোন মন্তব্য নেই: