“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

বদলে দেবো


।। রফিক উদ্দিন লস্কর।।

আয় চলে আয় ছেলে মেয়ে
ফুল বাগানে যাবো,
হরেক রকম ফুল ফুটেছে
সেথায় গেলে পাবো।

সবুজ বাগে সকালবেলা
শিশির বসে আছে,
প্রজাপতি পাখনা মেলে
আনন্দেতে নাচে।

জাগবে এবার ঘুমান্তরা
আকাশ ভরা তারা,
তোর পরশে ধন্য হোক
অনাথ শিশু যারা।

সৃষ্টি করবো মহৎ কিছু
মন্দটা যে কালো,
মুছে দেবো খারাপটাকে
দিয়ে রবির আলো।

৩১/০১/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: