“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

বিসর্জন


   ।।     রফিক উদ্দিন লস্কর    ।।










কুঁকড়ে গেছে সকল শিরা উপশিরা
উচ্চরক্তচাপ ক্রমশঃবেড়ে যায়।
নেই সজীবতা ফ্যাঁকাসে হয়ে গেছে
বসন্তের দিন কাটে বিষণ্ণতায়।
পাগলা হাওয়া বহে উল্টো দিনরাত
মর্মরধ্বনি এখন আসেনা কানে,
শুধু খা-খা করে, তৃষ্ণার্ত পোড়া জমি
মিটবে কি পিপাসা বর্ষার বানে।
চাওয়া পাওয়ার হিসাব শুধু গরমিলে
অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে,
ঋতুপতি ও বসে আছে বেখেয়ালিতে
জন্মজন্মান্তর বিসর্জন দিয়ে।

২০/০১/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)




কোন মন্তব্য নেই: