“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

ছিন্ন তাল







  ।। সিক্তা বিশ্বাস ।।
প্রেমের তানে মনের বানে 
খুশিতে দোলে আমেজি মন ...
সকাল বিকাল সারা বেলা
 
প্রেমকে খোঁজে সারাক্ষণ ...
কোথায় যে আজ সাঁঝের মেলা
কি করে করি জলকেলি খেলা...
কোন নেশাতে মত্ত
  হয়ে 
সাধে কাটাই
  সারা বেলা ....
হুজুগে বয় প্রেমের কাল !
মনের নৌকো টালমাটাল !
কষে ধরতে বেসামাল !
ভীত
  ত্রস্ত প্রেম বেহাল !
অচিরেই গেল মোহের কাল
বাস্তবতা গড়ে দেওয়াল !
সব স্বপ্ন
  ভাঙা খেয়াল !
যেন বসন্ত-বাহারের ছিন্ন তাল !
##ঝোড়োমেঘ সংকলন ##
##ঝোড়োমেঘ##
11-2-18  ইং ,
      শিলং l


        


কোন মন্তব্য নেই: