“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮

ভিন্নতা


।। রফিক উদ্দিন লস্কর।।
(C)Image:ছবি












ক্তের রঙ তো ভিন্ন নয়
কিন্তু......
মানুষের মন মানসিকতা
এতো ভিন্ন কেনো?
কে হিন্দু,কে অহিন্দু
কে মুসলিম, কে অমুসলিম
এই রোগ অনেকের।
হোক সত্য, হোক অসত্য
কেউ কি সুস্থ মাথায় খোঁজে।
শুধু ঘেউ ঘেউ করে
অন্যের সাথে জুড়ি মেলাতে।
আগুনে ঘি ঢালা বর্তমান স্বভাব,
তবু ও হুঁশ হয়নি, কারণ জন্মান্ধ।
মুখে কুলুপ এঁটে কেউ দেয়নি
কারণ ওর বাক্ স্বাধীনতা আছে।
সমাজ অনেক মূল্য দেয়!
বাহ! কম কিসে আওয়াজ তোল।
আমরা সংখ্যায় মোটেই কম নই,
আর সইবো না অত্যাচার,জুলুম
এই মনোভাব নিয়ে প্রায় চলাচল।
---------------------------------------------
০২/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: