“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

তুমি কি যাবে?

।।শৈলেন দাস।।


(C)Image:ছবি









হু দূর থেকে এসেছি
স্বজন তোমায় খুঁজে
বাড়িয়ে দিয়েছি দুটি হাত
অসময়ের সাথী হতে।
ব্যস্ততার অজুহাত ভুলে
তুমি কি যাবে আমার সাথে
মিশে যেতে তাদের ভিড়ে
যারা এগিয়ে চলেছে দৃঢ় প্রত্যয়ে
সমাজের মুক্তির ধ্বজা হাতে।।


কোন মন্তব্য নেই: