“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

গুপ্ত সংবাদ

     ।।      রফিক উদ্দিন লস্কর      ।।

(C)Image:ছবি













দ্ধ কুঠরি জমকালো, আলো বাতাস হীন
জীবন্ত পশুর আচঁড়ে চৌচির কায়া
বিবেকের কাছে পরাজিত রসনার লিপ্সায়।
সুস্থ দেহে বিচরণ, প্রবেশ ভিন্ন জগতে
বৈশাখী ঝড়ের প্রভাব আকাশ অথচ স্বচ্ছ
কর্ণকুহরে দোলা দেয় চাপা আর্তনাদ।
সময়ের স্রোতে ভেসে যায় কতো ইতিহাস
ডায়েরির পাতায় শব্দের আন্দোলন
নির্বাক চাহনি, খাঁড়া বিচারের কাঠগড়ায়।
 
প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ, বিপরীত মেরুতে
ব্যথায় কুঁকড়ে গেছে ধমনী শিরা উপশিরা
আজ নীরবে অজানা ভয়ে কাতরায়।
 
শুধু একটু অপেক্ষা! খুলবে শিকল তালা
উড়ে যাবে আকাশে সব গুপ্ত সংবাদ
ভিড় জমাবে শ্রুত অশ্রুত সকল কাহিনি।


১৯/০২/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই: