“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

কিস্তিমাত

।।  সিক্তা বিশ্বাস।।

(C)Image:ছবি










স্বাধীনচেতা স্বাধীনতা !
হাত বদলে পরাধীনতা !
নিত্যি জীবন ধুঁকতে থাকা ---
স্বাধীনতার কেমন আওয়াজ ফাঁকা !
উন্নতমান গণতন্ত্র !
অভুক্ত হাওয়ার ষড়যন্ত্র !
এই কি ছিল দীক্ষামন্ত্র !
কতো বলিদান সুপ্তিতে ক্ষান্ত !
শৃঙ্খলে জড়াতে শৃঙ্খল মুক্ত !
জালিয়াতি ,চালবাজি হচ্ছে যুক্ত !
আজ ভাবলে রাশটা হাতে !
কাল পাল্টাবে তোমার সাথে !
ভাঙা-গড়ার ছলাকলা ---
কাটলো গুণে কতো বছর মেলা !
আজ যদি ফেলো পাশার চাল !
কাল সামলাবে তুমিই বেতাল !
করছো বেশ আজ উৎখাত !
করছে সবাই মুখবুজে বরদাস্ত !
ভেবোনা থাকবে
  তন্দুরুস্ত্ !
হবেই হবে কাল আবার কিস্তিমাত !
           ****************

#ঝোড়োমেঘ#
 
16 -3 -18 ইং,
#শিলং


কোন মন্তব্য নেই: