“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৪ মার্চ, ২০১৮

স্মৃতিমার্গ

।। অভীক কুমার দে ।।

(C) Image:ছবি










নিঃসঙ্গ রাত ঘনিয়ে এলে
কতগুলো অচেনা ঝিঁঝিঁ ডেকে ওঠে,
অনবরত শব্দের অর্থ খুঁজে
হাঁটাপথে একা হয়ে যাই।
ওখানে হাজারো ছায়া জমে
স্মৃতিমার্গ
এলোমেলো পথ
ঘোর লাগা মন
বিয়ন্ত কল্পনার কাছে সঁপে দি বুক।
নিঃসঙ্গ রাত ঘনিয়ে এলে
ঝিঁঝিঁর ঘনক্ষেত্র ছড়িয়ে পড়ে আরও
আমি তখন নিজেই নিজের অভিমান
মুখ দেখে হেসে উঠি কেঁদে উঠি
মুখোমুখি আহত কেউ কিংবা নিহত।
নিঃসঙ্গ রাত ফুরিয়ে এলে
ঝিঁঝিঁর ডাক থেমে যায়
লাশের উপর নিঃশব্দ আমি
আরেকটি স্মৃতিমার্গ পুঁতে রাখি নিজের বুকে।


কোন মন্তব্য নেই: