“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২১ মার্চ, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ, আসাম

~ বিহুর পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন~

















 ।। এম রিয়াজুল আজহার লস্কর...।
@
বিহুর পরই হচ্ছে রাজ্যে পঞ্চায়েতি ভোট
এবার মাত্র দেড়শো কোটি খরচ হবে তাতে।
নেতারা সব ঘুরছে পরে পাঞ্জাবি ও কোট
ভোটের জন্যে এনআরসিটা বন্ধ হয়না যাতে।।

@
( হাইলাকান্দি / আসাম )
২০/০৩/২০১৮
DSPP1-20/03/18

কোন মন্তব্য নেই: