“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১ মে, ২০১৮

শবে বরাত

।।  রফিক উদ্দিন লস্কর ।।


(C)Image:ছবি










ভাগ্যের রাতি শবে বরাত
শ্রেয় হাজার মাসের;
তাই কেউ ছাড়েনি সাধন
এই পূণ্যময়ী রাতের।
ধরায় নেমে আরশ কুরসি
প্রভুর আজ্ঞা হয়,
তাইতো বান্দা রাত জেগে 
অনেক কিছু কয় !
ফিরবেনা কেউ খালি হাতে
করলে কায় নিবেদন,
আগামী সালের ভাগ্যলেখা
হবেই তার নিরূপণ ।
বলার মতো বলে যদি সে
শুনবে পেতে কান,
সে- যে আল্লার বান্দা প্রিয়
রাতেই করবে দান ।
০১/০৫/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই: