“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম


( ওয়ার্ল্ড হেলথ অর্গানাইগেশন হু-র তালিকায় 
পৃথিবীর ২০ টি দূষিত শহরের ১৪ টি ভারতে )

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি


















@
দূষিত খুব হচ্ছে দেশে জল মাটি ও বায়ু।
হরেক রোগে ভুগছে মানুষ কমছে লোকের আয়ু।।
শহরেতে হাঁটলে মিলে জাহান্নামের ঘ্রাণ।
দুরারোগ্যের ছড়াছড়ি যাচ্ছে চলে প্রাণ।।

হু-র তালিকায় বিশটা শহর বিশ্বে ভারি দূষিত !
সেই তালিকার চৌদ্দ শহর ? শোনে হচ্ছে খুশি তো !!
চৌদ্দ শহর এই ভারতের ! লজ্জায় আছি খাড়া ?
স্বচ্ছ ভারত অভিযানে যায়নি পাওয়া সাড়া।

লজ্জায় লোকের নষ্ট মাথা হচ্ছে কানাকানি।
মানুষ এখন যাচ্ছে ভুলে প্রধানমন্ত্রীর বাণী।।
মাল জিনিসে ভাসছে নদী, মাল জিনিসে রাস্তা।
মানুষ নামবে দূষণ রোধে এই আমাদের আস্থা।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSNP-9.03/05/18


কোন মন্তব্য নেই: