“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৬ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম


( চারদিন ধরে অবিরাম  বর্ষণ ও ঝড়ে বিপর্যস্ত রাজ্য অসম  ) 

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি


















@
চারদিন ধরে বৃষ্টি ভারি বইছে হাওয়া ঝড়ো।
নদী খাল সব উঠছে ফুঁসে শঙ্কা জাগে বড়ো।।
রাস্তার মধ্যে জমছে জল যে রাস্তায় কাদার জ্বালা।
ঝড় তুফানে কারো বিপদ উড়ছে ঘরের চালা।।
কোথাও ঝড় বইছে হাওয়া বিপদ সীমা ছাড়ি'
কোথাও ঝড় ভাঙছে গাছ যে ভাঙছে লোকের বাড়ি।।
বৃষ্টির মধ্যে হাঁটছে মানুষ পিছলা রাস্তা ঘাটে।
আকাশ বেজায় হচ্ছে কালো বেঙ্গে ডাকে মাঠে।।
বৈদ্যুতিক লাইন ছিন্নভিন্ন ডুবছে গ্রাম যে আঁধারে।
বাথানেতে রুদ্ধ পশু ! নামতে মাঠে বাধা রে।।

বৃষ্টি ভারি ঝড় তুফানে ক্ষতি লোকের নানা।
ত্রাণটি লোকে পাচ্ছে কিনা খবর যায়নি জানা।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSPP-1.05/05/18


কোন মন্তব্য নেই: