“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

এই ব্লগে লিখতে হলে

  
"বাংলায় লিখতে পারেন, এবং জন্মসূত্রে সিকিম সহ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য এবং উত্তরবঙ্গের যে কোনো ভাষাভাষী ব্যক্তি এই গোষ্ঠীর সভ্য হয়ে পারেন। জন্মসূত্রে পূর্বোত্তর ভারতের নন, কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলে থাকার সুবাদে এই অঞ্চলের সাংস্কৃতিক জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এমন ব্যক্তিও হতে পারেন। আবেদনকারী বাংলা হরফ ব্যবহার করেন কি না এটা নিশ্চিত হলেই সভ্য হিসাবে গ্রহণ করা হয়। সভ্যরা পোস্ট করবেন  সাহিত্য, বিজ্ঞান, বিশ্বাস,ভূগোল,ইতিহাসগণিত, সমাজ- ধর্ম-রাজনীতি-শিল্পকলা --যা তাদের মনে ধরবে তাই নিয়ে  আমরা কোনরকমের সেন্সরশিপে বিশ্বাসী নই। আমাদের দৃঢ় বিশ্বাস যে  প্রতিজন ব্যক্তিরই নিজের মতামত প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। একই সঙ্গেএটাও মনে রাখা দরকার যে যেকোনো অধিকারের সাথে কিছু দায়িত্বও থাকে।' এই কথাগুলো আমাদের নীতিমালা থেকে তুলে নেওয়া। বিস্তৃত দেখতে এখানে ক্লিক করুন।
        এই সর্তে আপনি যদি পূর্বোত্তরের বাসিন্দা হন, বা প্রবাসী পূর্বোত্তরীয় হন আপনাকে এই ব্লগে লেখক হিসেবে স্বাগত। আপনি নিচের ফর্ম বাংলাতে পূরণ করে একটা মেইল ছেড়ে দিন। আমরা আগে পরে জবাব দেব। জবাব পেতে দেরি হচ্ছে মনে করলে এডমিনদের ফেসবুক ম্যাসেঞ্জারেও জানিয়ে দিন ১)  মৃন্ময় দেব। , ২) দেবাশিস ভট্টাচার্য ।৩) সেলিম মোস্তফা ,) জাকির হুসেন ।  ৫)সুশান্ত কর । তার পরে ইমেল থেকে কিছু প্রায়োগিক কাজ বা দিকনির্দেশিকা আপনাকে জানানো হবে। লেখক হিসেবে আপনাকে সমস্ত সহযোগিতা করতে এডমিনরা প্রস্তুত আছেন।